সার্চ
ইঞ্জিনে আপনি কোনো প্রশ্ন লিখে ‘Enter’ প্রেস করলে সঙ্গে সঙ্গে আপনার
সামনে একটি বিশাল ওয়েব লিস্ট চলে আসে! সাধারণত ইন্টারনেট ব্যবহারকারীরা সার্চ
ইঞ্জিনে লিস্টের উপরের দিকের ওয়েবসাইটগুলো দেখতে চায়, যা
তাদের প্রশ্নের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
কোনো একটি নির্দিষ্ট তথ্যের জন্যে ইন্টারনেটে বহু সংখ্যক ওয়েবসাইট থাকে। কিন্তু কোন ওয়েবসাইটটি র্যাঙ্কে উপরের দিকে থাকবে, তা আসলে নির্ধারিত হয় একটি শক্তিশালী ওয়েব মার্কেটিং টেকনিকের মাধ্যমে। এই টেকনিককেই বলা হয় Search Engine Optimization (SEO)।
সার্চ
ইঞ্জিনে ইউজার কি ধরনের প্রশ্ন করতে পারে তার উপর নির্ভর করে SEO কাজ
করে। SEO হচ্ছে এমন একটি টেকনিক যা
সার্চ ইঞ্জিনকে সহায়তা করে মিলিয়ন সংখ্যক ওয়েবসাইটের মধ্য থেকে আপনার
ওয়েবসাইটটিকে লিস্টের উপরের দিকে নিয়ে আসে।
Search
Engine Optimization (SEO) দুই ধরনের:
১. অন পেইজ
(On-page SEO): আমরা SEO করার জন্য
যখন আমাদের ওয়েবসাইটে কোন পরিবর্তন আনবো তখন সেটা অন পেইজ SEO।
২. অফ পেইজ
(Off-page SEO): SEO করার জন্য যখন আমরা আমাদের ওয়েবসাইটের বাহিরে কোন
কাজ করবো তখন সেটা অফ পেইজ SEO।